ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্যালট পেপারের ছবিসহ নৌকায় ভোট চেয়ে ফেসবুকে পোস্ট

ব্যালট পেপারের ছবিসহ নৌকায় ভোট চেয়ে ফেসবুকে পোস্ট

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ১০:২৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ভোটের একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন এক যুবক। ইতোমধ্যেই ছবিটি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পাভেল কবির সরকার নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে ওই ছবিটি পোস্ট করে নৌকায় ভোট চায়। 

ওই পোস্টে লেখা হয়েছে, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার বিতরণের কাজ চলছে। জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের ব্যালট পেপারে তিনটা প্রতীকের মাঝের প্রতীক নৌকা প্রতীকে সবাই সঠিক জায়গায় সিল মেরে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন।' তার ফেসবুক লিস্টে থাকা ৫০ জন বন্ধুকে ট্যাগ করে পোস্টটি করা হয়।
  
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এটি অত্যন্ত গোপন বিষয়। ভোটের দিন ছাড়া কেউ জানার কথা নয় অথচ ব্যালট পেপার বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে করে সাধারণ মানুষের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মামুনুর রশীদ বলেন, বিষয় আমাদের নজরে এসেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×