চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ১৫:২১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ১৫:৪৭
চট্টগ্রাম-১০ (বন্দর ও পতেঙ্গা) আসনের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নগরের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। আগুনে স্কুলটির প্রধান শিক্ষকের কক্ষের আসবাবপত্র ও শিক্ষার্থীদের বই পুড়ে গেছে।
দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ভোর রাতে কে বা কারা স্কুলটির প্রধান শিক্ষকের কার্যালয়ে আগুন দিয়েছে। আগুনে কক্ষটির আসবাবপত্রসহ বই পুড়ে গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, 'শিক্ষার্থীদের বই বিতরণের পর কিছু অবশিষ্ট ছিল। তার মধ্যে ৭০টির মতো বই পুড়েছে। এতে ভোট কেন্দ্রের কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, কক্ষের বাইরে থেকে তালা লাগানো ছিল, জানালাও বন্ধ ছিল। কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ২৯২ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তবে নৌকার এম এ লতিফের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
- বিষয় :
- চট্টগ্রাম-১০
- ভোট কেন্দ্রে আগুন