ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে মন্ত্রিপুত্রের গুলি

প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ০২:৩৬
নরসিংদী-৪ আসনের মনোহরদীতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুর রউফ হিরনকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করেন নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। সাদি ও তাঁর সহযোগীরা ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুর রউফ হিরনের বাড়িসংলগ্ন ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নূর উদ্দিন খানের ভাতিজা সাইফুল ইসলাম খান বীরু বলেন, গুলিতে চেয়ারম্যান হিরনের কিছু না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পরপরই সাংবাদিকদের ডেকে নিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাদি এবং আমাদের কেউ এ ঘটনা ঘটায়নি। তারা নিজেরা গুলির ঘটনা ঘটিয়ে নৌকার লোকজনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অন্ধকারের মধ্যে কে বা কারা গুলি করেছে, তা এখনও নিশ্চিত নই। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।