ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুর-২ আসনে জিতলেন নৌকার লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনে জিতলেন নৌকার লাবু চৌধুরী

ফাইল ছবি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ২১:৩৮ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ২১:৪১

ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় ভোটগণনা শেষে ১১৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১ হাজার ৯৬২ বেশি ভোট পেয়ে নৌকার প্রার্থী বিজয়ী হন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১১৫ কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৭ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৮৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এ আসনে ভোট পড়েছে ৪০ দশমিক ৯১ শতাংশ।

আরও পড়ুন

×