২ হাজার ভোটে জিতলেন জাসদের তানসেন

এ কে এম রেজাউল করিম তানসেন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ১৩:২১ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ১৩:২৪
সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু পরাজিত হলেও বগুড়ায় একটি আসন পেয়েছে দলটি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা প্রতীক) ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকতম প্রার্থী স্বতন্ত্র ঈগল প্রতীকের ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। ২ হাজার ১শ ৩৯ ভোটে তিনি জয় পেয়েছেন। এছাড়া অন্য আর ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪টি, জাতীয় পার্টি ১টি ও স্বতন্ত্র ১টিতে জয় পেয়েছেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) সাহাদারা মান্নান (৫১,৪৯৪), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র (তবলা) শাহজাদী আলম লিপি (৩৪,৬৮৪)। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী জাতীয় পার্টির (লাঙ্গল) শরীফুল ইসলাম জিন্নাহ (৩৬,৯৫২), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বিউটি বেগম (ট্রাক) (৩৪,২০৩)। বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র (ট্রাক) খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদী (৬৯,৭৫০), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাঁচি অজয় কুমার সরকার (২৩,৮১৫)। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের (নৌকা) মজিবুর রহমান মজনু (১,৯৮,১৬৫), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যের (মিনার) নজরুল ইসলাম (৪১০৫)। বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) রাগেবুল আহসান রিপু (৫৩,২২৬), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান স্বতন্ত্র ট্রাক (২২,৮৪০)। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিজয়ী আওয়ামী লীগের (নৌকা) ডা. মোস্তফা আলম নান্নু (৯১,০২৯), তাঁর প্রতিদ্বন্দ্বী নিকটতম আমিনুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল (৬৮০১)।
- বিষয় :
- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ
- জাসদ