হিমশীতল বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে দুর্ভোগ

ঘনকুয়াশায় ঢাকা পঞ্চগড়ের আকাশ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১১:০৪
আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ঘনকুয়শা ও মেঘলা আকাশের কারণে কনকনে শীত অনুভব হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি।
কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবারও বেলা ১১টার পরও সূর্যের দেখা মেলেনি। দিনভর উত্তরের হিমশীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ভ্যান চালক আর কৃষি শ্রমিকরা। কমে গেছে কর্মজীবী মানুষের দৈনন্দিন আয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মেঘাচ্ছন্ন আকাশ আর ঘনকুয়াশার কারণে কয়েকদিন দিন ধরে সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
- বিষয় :
- মৃদু শৈত্যপ্রবাহ