ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তাপমাত্রা কমে যাওয়ায় গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় ছুটি 

তাপমাত্রা কমে যাওয়ায় গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় ছুটি 

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ১৫:৩৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ১৫:৫৭

গাইবান্ধায় তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, অন্যান্য দিনের তুলনায় গাইবান্ধার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতে করে কোমলমতি শিশুদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। 

বিষয়টি বিবেচনায় নিয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশীদ তার ফেসবুক আইডিতে প্রাথমিক বিদ্যালয় একদিনের ছুটি ঘোষণা করে একটি পোস্ট দেন। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ ফেসবুক আইডিতে উল্লেখ করেন, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রায় কমে যাওয়ায় নির্দেশক্রমে আজ সোমবার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল।

আরও পড়ুন

×