ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তীব্র শীতে নিকলীর ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তীব্র শীতে নিকলীর ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৪১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৪২

তীব্র শীতের কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৬০টি, মাধ্যমিক বিদ্যালয় ১০টি এবং মাদ্রাসা ৬টি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, নিকলীতে মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবারও সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। আপাতত আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্কুলগুলো বন্ধ করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর মধ্যে তাপমাত্রার উন্নতি না হলে পরবর্তীতে বন্ধ বাড়ানো হবে বলে শিক্ষা কর্মকর্তারা জানান।

আরও পড়ুন

×