অবৈধ মজুতদারদের নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:৫৭
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে। অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের এমপি শফিকুর রহমান বাদশা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার