নোয়াখালীতে অটোরিকশা থামিয়ে চালককে গুলি

ফাইল ফটো
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১৫:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১৫:৩৭
পূর্ব বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে গুলি করেছে স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা। এতে শহীদ উল্লাহ (২৫) নামে ওই চালক হাতে বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দিতপুর গ্রামের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মহিন অভিযোগ করে বলেন, স্থানীয় কিশোর গ্যাং রকি ও সাদ্দামের সহযোগীরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদ উল্লাহ তাদের নিষেধ করলে বিরোধ সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে সাদ্দাম (৩২) তার গতিরোধ করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে শহীদকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।
আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, অভিযুক্ত সাদ্দাম ২৫-৩০ জনকে নিয়ে ছিনতাই, মাদক সেবন ও বিক্রি করে আসছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- প্রকাশ্যে গুলি