ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১৮:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. কবীর মিয়া (৩৫)  নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেললাইনের যাত্রাপুর-তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবীর মিয়া উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেনের ছেলে ও পেশায় কাঠ মিস্ত্রি।

রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, কবীর প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে বের হন। সকালে কুয়াশার মধ্যে রেললাইন পার হতে গিয়ে কোনো এক ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×