ফেনীর প্রবীণ সাংবাদিক শাহজালাল রতন মারা গেছেন

শাহজালাল রতন। ফাইল ছবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ২২:১০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ২২:১৯
সমকালের ফেনী জেলার সাবেক নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন (৭৫) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা ট্রমা হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক আলমগীর হোসেন গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহজালাল রতন দীর্ঘদিন দৈনিক বাংলায় কাজ করেন। পরবর্তী সময়ে যুগান্তরের ফেনী জেলা প্রতিনিধি এবং সর্বশেষ ফেনীতে সমকালের নিজস্ব প্রতিবেদক ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি সমকাল থেকে অবসরে যান। এ ছাড়া ফেনী প্রেস ক্লাব এবং ফেনী রিপোর্টার্স ক্লাবে দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলেন।
তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া শিলরী গ্রামে হলেও বৈবাহিক সূত্রে ফেনীতে থাকতেন। আজ শুক্রবার পদুয়া শিলরী গ্রামে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
- বিষয় :
- দৈনিক সমকাল
- ফেনী