ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিহারি রানা হত্যা মামলায় গ্রেপ্তার ১

বিহারি রানা হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ২৩:৪০

খুলনায় সন্ত্রাসী শেখ মো. সাদেকুর রহমান ওরফে বিহারি রানা হত্যা মামলায় হানিফ শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, বিহারি রানা খুন হওয়ার ৩ মিনিট আগে তাকে ফোন করে দেখা করতে চেয়েছিল হানিফ। মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে তার নাম নেই। তবে ওই ১০ আসামির সবাই তার পরিচিত বলে স্বীকার করেছে। বিহারি রানা হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের অপর এক কর্মকর্তা জানান, আহসান উল্লাহ কলেজ এবং পাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে বিহারি রানা নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী হাবিবা রানু রাতেই নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় হিসেবে ৪-৫ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×