ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুহৃদ সমাবেশ

ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা পেল শীতবস্ত্র

ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা পেল শীতবস্ত্র

ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৩

পাবনার ঈশ্বরদীতে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পতিরাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র পেয়ে ভবেশ সরদার বলেন, ‘এ বছর প্রচণ্ড শীতে এই পল্লির শিশু ও প্রবীণরা কাহিল হয়ে পড়েছে। এই পল্লির সবাই হতদরিদ্র, শীত নিবারণের জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের সক্ষমতা নেই। প্রতিদিন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালানো হয়। কিন্তু এ বছর শীতের যে প্রকোপ তাতে কোনোভাবেই নিজেদের শীত থেকে রক্ষা করতে পারছিলাম না। সমকাল সুহৃদের সদস্যরা আমাদের শীত নিবারণের ব্যবস্থা করেছেন। আমরা সবাই এতে দারুণ খুশি।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের সহ-সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু। এ সময় বক্তব্য দেন পল্লির প্রধান ভবেশ সরদার, সমকাল সুহৃদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা প্রবীণ শিক্ষক তাহেরুল ইসলাম, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশ ঈশ্বরদী কমিটির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ আব্দুস সামাদ, মশিউর রহমান মাসুম, ফিরোজ আহমেদ, আশরাফ হোসেন, হাসান চেšধুরী, দূর্জয় ইসলাম লিমন, ফরজোনা ফেরদৌস পুস্প, মারুফ হাসান, পরিতোষ পাল প্রমুখ।

আরও পড়ুন

×