ফরিদপুরে বিএনপির কালো পতাকা মিছিল ও পথসভা

ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৮:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৯:০৪
ফরিদপুরে মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘সারাদেশে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি’ আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক দেশব্যাপী এ কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হয়।
শনিবার বিকেলে শহরের সিভিল সার্জন সড়ক থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবিসি মিতুলের সভাপতিত্বে এসময় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সহ সভাপতি এম এম ইউসুফ, মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক কাজী শিবলী আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাড. মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা সংসদ বাতিলসহ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
- বিষয় :
- কালো পতাকা মিছিল
- পথসভা
- ফরিদপুর