ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘নৌকার সঙ্গে যারা বেঈমানি করেছে, তাদের ভেতরে বঙ্গবন্ধুর আদর্শ নেই’

‘নৌকার সঙ্গে যারা বেঈমানি করেছে, তাদের ভেতরে বঙ্গবন্ধুর আদর্শ নেই’

সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। ছবি: সমকাল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৬:৩০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৭:০৩

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালথা ও নগরকান্দায় যারা নৌকা প্রতীকের সঙ্গে বেঈমানি করেছে, তাদের ভেতরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ নেই। তাদের শরীর ভর্তি বিষ। এরা সব সুযোগ-সুবিধা নিয়ে ভোটের সময় এসে সাইট কেটে চলে গেছে। এরা মুনাফিক। আমি এখন সালথা ও নগরকান্দার সব মুনাফিককে চিনে ফেলেছি। ভবিষ্যতে আর মুনাফিকদের কথায় কোনো কাজ হবে না।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সালথা উপজেলা আওয়ামী লীগ গণসংবর্ধনা দেয়। এতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় শাহদাব আকবর লাবু চৌধুরীকে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করা হয়।

লাবু চৌধুরী বলেন, এসব বেইমানের ভেতরে একটা আছে চ্যাম্পিয়ান বেইমান। এই চ্যাম্পিয়ান আবার অনেক জায়গায় আমাকে তুই-তুইকারি করে কথাবার্তা বলছে। আমি কিন্তু তার জবাব দেই নাই। চিন্তা করলাম, কুত্তা ঘেউ ঘেউ করলে ওইড্যার পাছায়তো আমি কামড় দিতে পারি না। ওই কুত্তারে গলায় দড়ি দিয়ে বাইন্ধ্যা রাখবো। এসব বেইমানরা কেউ প্রকৃত আওয়ামী লীগ না। এরা আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। এদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, নগরকান্দা-সালথার সব জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সকলের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবো। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাবো। শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখবো।  বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিল। এই বাংলাদেশে সন্ত্রাস করার চেষ্টা হয়েছিল। উসকে দেওয়া হয়েছিল বিএনপিকে। কোনো কিছুতে কাজ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন।

লাবু চৌধুরী আরও বলেন, এ এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। যারা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করবেন, তাদেরকে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। 

সালথা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মীনী শাহানাজ খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, দেবাশীষ নয়ন, আবু সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা

গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গান পরিবেশন করেন দেশ বরেণ্য কণ্ঠ শিল্পী মনির খান।

আরও পড়ুন

×