কুমিল্লায় কাউন্সিলরের অফিসের সামনে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল

কাউন্সিলরের অফিসের সামনে অস্ত্রের মহড়া। ছবি-ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ২১:৪৭
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ের সামনে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অস্ত্রের মহড়া দিয়েছে একই এলাকার ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ। নগরের গোবিন্দপুর খলিফা বাড়ি সংলগ্ন অফিসের সামনে মঙ্গলবার বিকেল ৩টা থেকে থেমে থেমে এ অস্ত্রের মহড়া চলে। কাউন্সিলর আবদুর রহমানের অভিযোগ স্থানীয় ডালিম ও কাউছারের নেতৃত্বে অস্ত্রের মহড়া চালানো হয়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, শর্টগান, রামদা, ছেনিসহ দেশীয় বেশ কিছু অস্ত্র নিয়ে কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে মুখোশ ও হেলমেট পড়া একদল যুবক ও তরুণ। তারা ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এসময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। অনেকের হাতে হাতে প্যাকেট করা অস্ত্রও দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ইটপাটকেলের শব্দে ওই আবাসিক এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
কাউন্সিলর আব্দুর রহমান সমকালকে বলেন, যারা আমার অফিসের সামনে গুলি করে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তারা নানা অপরাধে জড়িত। তারা আমার বাড়ির গ্লাসও ভেঙে দিয়েছে।
কাউন্সিলর বলেন, এ সময় বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যও মহড়ায় অংশ নেয়। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।
এদিকে ঘটনার পর জড়িতদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজ দেখে ও অভিযোগ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- অবৈধ অস্ত্র