ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাজ করে চালাতেন পড়াশোনা, পুড়ে মরলেন কর্মস্থলে

কাজ করে চালাতেন পড়াশোনা, পুড়ে মরলেন কর্মস্থলে

আগুনে মোটর পার্টসের দোকানসহ পুড়েছে চারটি দোকান। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ২২:৩৮

মোটর পার্টসের দোকানে চাকরি করে লেখাপড়ার খরচ জোগাতেন বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র সজীব জমাদ্দার (২০)। রাতে ঘুমাতেনও সেই দোকানে। সোমবার গভীর রাতে সেই দোকানে আগুন লেগে পুড়ে মারা গেছেন সজীব। এ ঘটনায় পুড়েছে আরও তিনটি দোকানঘর। 

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে এ আগুনের ঘটনা ঘটে। নিহত সজীব বাবুগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের কালাম জমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এতে দুটি ফার্নিচারের দোকান, একটি মোটর পার্টস বিক্রির ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান ভস্মীভূত হয়েছে। এর মধ্যে হাবিব মোটরস নামক পার্টস বিক্রির দোকানে ঘুমিয়ে ছিলেন সজীব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব দোকান থেকে বের হতে পারেনি বলে ধারণা তাদের।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আল মাহমুদ জানান, সজীবের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


 

আরও পড়ুন

×