ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইজতেমায় মোনাজাতে যাওয়ার প‌থে ট্রাকের ধাক্কায় নিহত ২

ইজতেমায় মোনাজাতে যাওয়ার প‌থে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রতীকী ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:০৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৬

বিশ্ব ইজ‌তেমার ময়দা‌নে আখেরি মোনাজাতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় জনি হোসেন (১৮) ও সোহেল মিয়া (৪০) নামে দুইজন রিকশা আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সা‌ড়ে ৬টায় টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মনির হোসেনের ছেলে জনি হোসেন এবং একই গ্রামে কাজল মিয়ার ছেলে সোহেল মিয়া।

নিহত জনির বাবা মনির হোসেন বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রাত সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয় জনি। একই গ্রাম থেকে তারা ১০ জন মিলে ইজতেমার উদ্দেশে রওনা হয়।  এরপর সকালে ফোনে খবর পায়, ইজতেমা ময়দানের পাশে দুর্ঘটনায় আহত হয়েছে তারা। তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে হাসপাতালে এসে অ্যাম্বুলেন্সে ছেলের মরদেহ দেখি।

জানা যায়, তারা সবাই মিরেরবাজার এলাকায় মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশা যোগে ময়দানের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক এসে তাদের অটোরিকশাটিতে ধাক্কা দেয়।

টঙ্গী পুর্ব থানার ও‌সি মুস্তাফিজুর রহমান ব‌লেন, আহত সবাই‌কে টঙ্গী সরকা‌রি হাসপাতাল থেকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে যাওয়ার পর দুইজ‌নের মৃত্যু হয়। নিহ‌তের পা‌রিবা‌রের লোকজন খবর পাঠা‌নো হ‌য়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

আরও পড়ুন

×