ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংরক্ষিত নারী আসন: আলোচনায় সাবেক ক্রিকেটারের স্ত্রী মাহমুদা

সংরক্ষিত নারী আসন: আলোচনায় সাবেক ক্রিকেটারের স্ত্রী মাহমুদা

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এনি লস্কর। ছবি-সমকাল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:০১

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেনের স্ত্রী ও হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এবারের হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন মাহমুদা জাহান এনি লস্কর। 

মাহমুদা জাহান হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবদুল কাদির লস্কর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং দু’বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান।

মাহমুদা জাহান এনি জানান, ২০০৭ সালে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী থাকাকালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তী সময়ে ২০১৩ সালে যুব মহিলা লীগ এবং ২০২০ সাল থেকে হবিগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালে সুনামগঞ্জের বন্যাদুর্গতদের জন্য কাজ করে ব্যাপক প্রশংসিত হন এনি।

আরও পড়ুন

×