নিয়োগ নিয়ে ইবিতে উত্তেজনা-বিক্ষোভ

নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষক-কর্মকর্তাদের একাংশ উপাচার্যের কার্যালয়ে। ছবি-সমকাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:০৭
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দীর্ঘদিন নতুন নিয়োগ বন্ধ থাকার পর মঙ্গলবার এই নিয়োগের বোর্ড বসার কথা। তবে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ সকালে উপাচার্যের কার্যালয়ে ভিড় করেন। তারা নিয়োগ-সংক্রান্ত অনিয়মের অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। এর মধ্যে উপাচার্যপন্থি শিক্ষকদের আরেক অংশ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা নিয়োগ বোর্ডের পক্ষে অবস্থান নেন। এ নিয়ে উপাচার্যের কার্যালয়ে দফায় দফায় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনার সৃষ্টি হয় ক্যাম্পাসজুড়ে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষকদের হেনস্তা করেন বলেও অভিযোগ নিয়োগ বোর্ডের বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষকদের।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ১৪টি অডিও ফাঁসের ঘটনার পর ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা তদন্ত করছে ইউজিসি। রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সকাল ৯টায় নিয়োগ বোর্ড স্থগিতসহ নানা দাবি নিয়ে প্রশাসন ভবনের সামনে প্রথমে অবস্থান কর্মসূচি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে তাদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যায়। বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি তারা উপাচার্যের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ বোর্ড স্থগিতের দাবি জানান। এক পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি দলের সঙ্গে নিয়োগ বোর্ড-বিরোধী শিক্ষকরাও উপাচার্যের কার্যালয়ে একত্রিত হন। দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের আলোচনা চলাকালেই সেখানে আসেন ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা উপাচার্যের পক্ষ নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষকদের হেনস্তা করেন বলে দাবি নিয়োগ বোর্ড-বিরোধী শিক্ষকদের। পরে হেনস্তার প্রতিবাদে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন। এ ছাড়া শিক্ষকদের লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ পৃথক বিবৃতি দেয়।
এদিকে শিক্ষকদের মানববন্ধন চলাকালেই নিয়োগ বোর্ডের পক্ষে অবস্থানকারী শিক্ষক ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় তারা নিয়োগ বোর্ড শুরু করতে বলেন। এ ছাড়া তারা উপাচার্যের সঙ্গে আছেন বলে আশ্বাস দেন। দুপুর আড়াইটার দিকে চাকরিপ্রার্থীরা নিয়োগ বোর্ডের সভার জন্য উপাচার্যের বাসভবনে যান। তবে নিয়োগ বোর্ড হবে না বলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কর্মকর্তারা নিয়োগ প্রার্থীদের বাইরে বের করে নিয়ে আসেন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবার চাকরিপ্রত্যাশীদের উপাচার্যের বাসভবনে নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টায় নিয়োগ বোর্ড শুরু হয়।
প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের মান চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমরা চাই ইউজিসির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব নিয়োগ বন্ধ থাকুক।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘আজকের বিশৃঙ্খল পরিস্থিতিতে আমি মর্মাহত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নষ্ট করেছে। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ আশা করছি।’
শিক্ষকদের হেনস্তার অভিযোগ অস্বীকার করে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বর্তমান প্রশাসন আগের চেয়ে অনেক ভালো চালাচ্ছে বিশ্ববিদ্যালয়। কিন্তু এ প্রশাসনকে বিতর্কিত ও বাধা দেওয়ার জন্য একদল শিক্ষক অপচেষ্টা চালাচ্ছে। আমরা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের পাশে আছি। অপচেষ্টাকারীদের রুখে দেওয়া হবে।’
নানা অভিযোগ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘আমি কোনো নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নই। ইউজিসি এসব অভিযোগের সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা পায়নি। সততার সঙ্গে এগুলো মোকাবিলা করতে চাই। আর অডিও ফাঁস করার মতো বিষয়গুলোতে আমি বিব্রত হই, আবার শক্তিশালীও হই। কারণ এই চেয়ারে বসে আমি কোনো অপরাধ করিনি।’
- বিষয় :
- ইসলামী বিশ্ববিদ্যালয়
- কর্মী নিয়োগ