ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রীতি ক্রিকেট ম্যাচ

কুষ্টিয়া বন্ধুসভাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন কুষ্টিয়া সুহৃদ সমাবেশ

কুষ্টিয়া বন্ধুসভাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন কুষ্টিয়া সুহৃদ সমাবেশ

ছবি: সমকাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৪৭

প্রথম আলো বন্ধুসভাকে ৮১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রীতি ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ান হয়েছে সমকাল সুহৃদ সমাবেশ কুষ্টিয়া শাখা। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে 'মাঠে খেলি, মাঠে খায়, স্লোগানকে সামনে রেখে  প্রথম আলো বন্ধুসভা ও সমকাল সুহৃদ সমাবেশ যৌথভাবে এই আয়োজন করেছে।

এ সময় উপস্থিত সমকালের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা বলেন, ‌‘দুটি সংগঠনের সদস্যদের  মাঝে ভাতৃত্বমূলক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন। আজকের খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দু দলকেই সমকাল পরিবারের  পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

প্রথম আলোর কুষ্টিয়া জেলার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলেন, ‘এ ধরনের সুন্দর সৌহাদ্যপূর্ণ আয়োজন সবার মাঝে দৃষ্টান্ত স্থাপন করার মত। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলো কুষ্টিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।’

সমকাল সুহৃদ সমাবেশ টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুহৃদ সমাবেশ কুষ্টিয়া শাখার সভাপতি আবু তালহা ৯৫ রান করে দলকে ১৫ ওভারে ১৮৬ রানের বড় সংগ্রহ এনে দেয়। জবাবে প্রথম আলো বন্ধুসভা ১৫ ওভারে ১০৫ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা হয়েছেন আবু তালহা। মেসের উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়ায় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক তুহিন ও আলেক চাঁদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বসির উদ্দিন, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মুসা কবির, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মারুফ, রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সাধারণ সম্পাদক আবু মণি জুবাইদ রিপন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিজু, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রাশেদ, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম প্রমুখ। অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রপি তুলে দেন।

আরও পড়ুন

×