ফরিদপুরে পালিত হচ্ছে সরস্বতী পূজা

সরস্বতী পূজা উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য এ. কে. আজাদের সহধর্মিণী শায়মা আজাদ শাম্মি। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৫৯
ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে ও বাসা বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের সরস্বতী পূজা উপলক্ষে দুপুরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদের সহধর্মিণী শায়মা আজাদ শাম্মি। এসময় তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, সমাজসেবক শায়লা ইসলাম, মাসুমা বেগম বুলুসহ বিশিষ্টজনরা।
সরস্বতী পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং পূজার্চনা অঞ্জলি যজ্ঞ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। শহরের নীলটুলি আইডিয়াল ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় নীলটুলি সার্বজনীন পূজা মন্দিরে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- সরস্বতী পূজা
- ফরিদপুর