ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে ভাগনের লাঠির আঘাতে নিহত মামা

জমি নিয়ে বিরোধে ভাগনের লাঠির আঘাতে নিহত মামা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:৪৪

নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধে ভাগনের লাঠির আঘাতে মামা নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম ফজিবর রহমান (৫৫)। তিনি একই ইউনিয়নের ডাংগারহাট এলাকার মখিম উদ্দীনের ছেলে।

আটকরা হলেন- উপজেলার বালাপাড়া এলাকার মাসুদ রানা সুজন (১৯) ও সোহাগ ইসলাম (২০)। এর মধ্যে মাসুদ নিহত ফজিবরের ভাগনে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামা আর ভাগনের বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে কৃষি কাজ করতে যান মামা ফজিবর রহমান। এতে বাধা দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় ভাগনে মাসুদের লাঠির আঘাতে মামা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্য মামলা করেছেন। এ মামলা অভিযুক্ত মাসুদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×