‘শান্ত’ শাহপরীর দ্বীপ সীমান্ত

শাহপরীর দ্বীপে বিজিবির টহল। ছবি-সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:৫৩
কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন থেকে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহপরীর সীমান্তে তেমন কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। টানা ছয়দিন পর এই সীমান্তে কোনো প্রকার গোলার শব্দ শুনেননি সীমান্তের লোকজন। তবে এখনও সীমান্তবাসীদের মাঝে আতঙ্ক কাটেনি। ওপারে চলমান জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্য যুদ্ধ বন্ধ না হওয়ায় অনুপ্রবেশের শঙ্কায় বর্ডার গার্ড বিজিবি ও উপকূলীয়রক্ষী বাহিনী কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে টহল জোরদার অব্যাহত রেখেছে।
এ বিষয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, ওপারের চলমান যুদ্ধের পরিস্থিতিতে নাফ নদীর শাহপরীর দ্বীপ সীমান্তে অনুপ্রবেশের সম্ভবনা থেকে আমরা (কোস্টগার্ড) টহল জোরদার রেখেছি। পাশাপাশি আমরা জানুয়ারি ২৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ২ শতাধিকের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকালে প্রতিহত করেছি।
শাহপরীর দ্বীপ জেটি ঘাটের দোকানি নাছির উদ্দীন বলেন, সকাল থেকে শুধু চার বার গোলার শব্দ পেয়েছি। তবে অন্যদিনের তুলনায় শব্দের আওয়াজ কম।
শাহপরীর দ্বীপ বাসিন্দা মোহাম্মদ খুরশেদ বলেন, মিয়ানমার থেকে মর্টার-শেল ও গুলির শব্দ পাইনি, আজকে শান্ত আছে। আজকে সকাল থেকে নাফ নদীতে কোস্টগার্ডের টহল চোখে পরার মতো ছিল। তবে সীমান্তের লোকজনের মাঝে এখনও ভয় আছে।
টেকনাফ শাহপরীর দ্বীপ ৯নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকাল থেকে সীমান্তে কোনো ধরনের গোলার শব্দ পাওয়া যায়নি। তবে ওপারে চলামান যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়ায় সীমান্তবাসীদের মাঝে এখনও ভয় আছে। এছাড়া অনুপ্রেবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি এবং নাফ নদী কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।
- বিষয় :
- টেকনাফ
- শাহপরীর দ্বীপ
- মিয়ানমার