ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পিকনিকের বাস থেকে সোয়া লাখ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪ 

পিকনিকের বাস থেকে সোয়া লাখ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪ 

গ্রেপ্তার ইয়াবা কারবারিরা। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৩৯

কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসে অভিযান চালিয়ে পৌনে ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গাজীপুর মহানগর পুলিশ। মঙ্গলবার গাজীপুরের পুবাইল থানার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চার ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন শামীম হোসেন, এমারত হোসেন, ইব্রাহীম খলিল ও রমজান আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি সরবরাহ করে আসছে। ইয়াবা আনার জন্য পিকনিকের বাস বেছে নেয় কারবারিরা। আটক পিকনিকের বাসটির গন্তব্য ছিল গাজীপুরের টঙ্গী এলাকা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাসটি আটক করে গাজীপুর মহানগর পুলিশ। 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি-উত্তর) মো. কামাল হোসেন জানান, পুবাইল থানাধীন কামারগাঁও এলাকায় পিকনিকের বাসটি আটক করা হয়। বাসে থাকা কয়েকজনকে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা বাসে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে তাদের দেখানো স্থানগুলো থেকে বিশেষ কায়দায় লুকানো সোয়া লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাজারে এসব ইয়াবার দাম ৩ কোটি ৭৫ লাখ টাকা। মঙ্গলবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।  

আরও পড়ুন

×