খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

ডা. গুনময় পোদ্দার। ছবি-সংগৃহীত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৩৩
ব্যাডমিন্টন খেলতে গিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মারা যান তিনি।
জানা যায়, বুধবার ঢাকা থেকে আসার পর সন্ধ্যায় রামগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন ম্যাচে অংশ নেন গুনময় পোদ্দার। খেলা শেষে অন্যান্য সবার সঙ্গে বসে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুনময় পোদ্দার ২০১৭ সালে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন এ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে তার এক ছেলে আছে ও তার স্ত্রী কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
- বিষয় :
- মৃত্যু
- চিকিৎসক
- হৃদরোগে আক্রান্ত
- ব্যাডমিন্টন
- রামগঞ্জ