অর্থ আত্মসাতের মামলা: গ্রেপ্তারের পর স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রী রিমান্ডে

মিম খাতুন ও তার স্বামী মো. ওবাইদুল্লাহ। ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক ও পাবনা অফিস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:০৮
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার পাবনা পৌর যুব মহিলা লীগ সহসভাপতি মিম খাতুন ও তাঁর স্বামী মো. ওবাইদুল্লাহকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত বুধবার সকালে পাবনা শহরের মাসুম বাজার এলাকার বাসা থেকে সদর থানার সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে রাজধানীর গুলশান থানা পুলিশ। মিম পাবনা পৌর সদরের পুরাতন মাসুম বাজার এলাকার মিন্টু মোল্লার মেয়ে।
আজ শুনানির জন্য মিম ও ওবাইদুল্লাহকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই রোমেন মিয়া আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মিম ও ওবায়দুল্লাহর জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানূর রহমান জানান, গত সোমবার মিম ও ওবায়দুল্লাহর বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেন ঠিকাদার মো. মনিরুজ্জামান। গুলশান-২ নম্বরে তাঁর এবিএস নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মামলায় মনিরুজ্জামান অভিযোগ করেছেন, প্রতারণার মাধ্যমে মিম ও তাঁর স্বামী গত বছরের ২ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১৩ লাখ ১৭ হাজার ৫৯০ টাকা ধার নেন। গত ১৬ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে তারা পাওনা ফেরত দেবেন না বলে মনিরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেন।
এদিকে মিমের গ্রেপ্তার বিষয়ে পাবনা জেলা যুব মহিলা লীগ সভাপতি আরেফা খানম শেফালী বলেন, ‘তাঁর প্রতারণা ও গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’