নাশকতার ২ মামলায় সাঈদীপুত্র মাসুদের আগাম জামিন

ফাইল ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩১
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে নাশকতার দুটি মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় মাস আত্মগোপনে থাকার পর গত বৃহস্পতিবার মাসুদ সাঈদী হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক রেজাউল হক ও ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে দুটি মামলায় ছয় সপ্তাহের জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইউসুফ হোসেন।
গত বছরের ১৪ আগস্ট রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নেওয়ার আগে ১৫ আগস্ট হাসপাতালের সামনে সাঈদী-ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৫ আগস্ট রাতে নাশকতার মামলা করেন। এতে মাসুদ সাঈদীকে ১ নম্বর আসামি করে অজ্ঞাতপরিচয় ৫ হাজার জনকে আসামি করা হয়। এ মামলায় ছয় মাস আত্মগোপনে থেকে বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান মাসুদ। এ ছাড়া ১৭ আগস্ট পল্টন থানায় নাশকতার অপর একটি মামলায়ও ছয় সপ্তাহের জামিন পেয়েছেন মাসুদ। ওই মামলায় বেআইনিভাবে মিছিল করার অভিযোগে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে মাসুদ সাঈদীকেও আসামি করা হয়।
এ বিষয়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ঢাকায় আমার বাবার জানাজা করা নিয়ে সাধারণ জনতার সঙ্গে পুলিশ বাড়াবাড়ি করেছে। পরে আমাকেসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পল্টন থানার আরেক মামলায়ও আমাকে আসামি করা হয়েছিল। দুটি মামলায়ই হাইকোর্ট জামিন দিয়েছেন।
- বিষয় :
- দেলাওয়ার হোসাইন সাঈদী
- মামলা