গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুর্ভোগে জনসাধারণ

ফাইল ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৫
শনিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে গাইবান্ধায়। এতে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে জেলার পরিবেশ। তাপমাত্রাও কমে এসেছে।
এমন বৈরী আবহাওয়ার কারণে গাইবান্ধায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। জীবিকার তাগিদে সকালে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন তারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন দিনমজুর শ্রমিকেরা।
কৃষক সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন যাবৎ মেঘাচ্ছন্ন আকাশ। গত দুইদিন সূর্যের দেখা মেলেনি। ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে ধানের চারা রোপণ করতে হচ্ছে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, তাপমাত্রা আরও দুই-একদিন এমন থাকবে। এরপর একটু উন্নতির সম্ভাবনা রয়েছে।
সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
- বিষয় :
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- আবহাওয়া
- গাইবান্ধা