জিডি ও সাইবার ক্রাইম নিয়ে পুলিশের সঙ্গে ‘নন্দিতা সুরক্ষা’র কর্মশালা

ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:২৯
অনলাইনে বা অফলাইনে সহজে কীভাবে জিডি করা যায় এবং সাইবার ক্রাইমের শিকার হলে কীভাবে সুরক্ষা পেতে পারে নারীরা- তা নিয়ে ফরিদপুরে পুলিশের সঙ্গে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা।
পুলিশ বিভাগ, আইনজীবী, নারী নেত্রী ও সাংবাদিক প্রতিনিধির সঙ্গে ৩০ জন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ আয়োজন করে এ অনুষ্ঠানের। আয়োজন সহযোগী হিসেবে ছিল ইউরোপীয় ইউনিয়ন, আর্টিকাল নাইনটিন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।
আজ রোববার দিনব্যাপী ফরিদপুর কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে ব্যতিক্রমধর্মী এই আলোচনায় অংশ নেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, ব্লাস্ট ফরিদপুর ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, রাসিন-এর পরিচালক আসমা আক্তার মুক্তা, সমকাল ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান ও ফরিদপুর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া সেল ইনচার্জ আলেয়া আক্তার।
অনলাইন বা অফলাইন জিডি করতে ও সাইবার ক্রাইমের শিকার হলে কী কী করণীয় এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন কোন ধরনের লিগ্যাল সাপোর্ট দেওয়া হয় তার বিস্তর আলোচনা হয় ‘অ্যান ইনফর্মেশনাল ওয়ার্কশপ অন প্রাইমারি লিগ্যাল প্রটেকশন অ্যাসিস্ট্যান্স’ শিরোনামের ওই অনুষ্ঠানে।
অংশগ্রহণকারীদের মাঝে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে এমন কয়েকজন নারী উদ্যোক্তা, ইউথ অ্যাক্টিভিস্ট, ছাত্রী, যৌনকর্মী ও সাধারণ নারী উপস্থিত ছিলেন। নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জান্নাতুল ফেরদৌস মিতু ও জুবায়ের আহম্মেদ তরু।
- বিষয় :
- সাইবার বুলিং
- ফরিদপুর