ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শ্রীপুরে অসহায় নারীর জমি দখলের অভিযোগ

শ্রীপুরে অসহায় নারীর জমি দখলের অভিযোগ

নিজের জমি রক্ষায় ফেসবুক লাইভে এসে আকুতি জানান ভুক্তভোগী ছোলেমা আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৫৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৮

গাজীপুরের শ্রীপুরে অসহায় এক নারীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোছা. ছোলেমা আক্তার। তবে পুলিশ বলছে, কোনো অভিযোগ পায়নি।

ছোলেমা আক্তার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকীর স্ত্রী। তিনি বলেন, গত দুদিন রাত-দিন কাজ করে আমার জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করা হয়েছে। স্থানীয় আছমত আলী ও আকরাম হোসেন দুই ভাই মহড়া দিয়ে আমার জমি দখল করে। একই সঙ্গে তারা আমার বসত ভিটায় যাওয়ার রাস্তাও বন্ধ করে প্রাচীর নির্মাণ করেছে। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের জমি রক্ষায় আকুতি জানাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি।

তিনি আরও বলেন, এর আগেও জমি রক্ষার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের কাছে নালিশ করি। তিনি বিষয়টি মীমাংসা করার জন্য ঘটনাস্থলে এলে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা হয়। 

এ বিষয়ে মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, ওই নারীর বসতবাড়িতে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়ে জমি জবরদখল করে নিয়েছে তারা। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে যাওয়ার কারণে সম্প্রতি আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য একটি চাঁদাবাজির মামলা করেছে।

অভিযুক্ত আছমত আলী বলেন, ওই নারীর অভিযোগ মোটেও সত্য নয়। তার কোনো জমি নেই এখানে। আমরা আমাদের জমিতে সীমানা প্রাচীর দিচ্ছি। 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি(তদন্ত) সাখাওয়াত হোসেন  বলেন, জমি সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাননি।  

আরও পড়ুন

×