ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৫
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের ধুলুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন- মানিকগঞ্জ সদর উপজেলা ভাটবাউর গ্রামের শামছুল হকের ছেলে জুয়েল হোসেন (৩৫)। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুয়েল ও অজ্ঞাত একজন মোটরসাইকেল নিয়ে পাটুরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের (কুষ্টিয়া-ট-১৯-১২১৩) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে বরংগাইল হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু