ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সিলেটে পরিবহন ধর্মঘটে শ্রমিকদের পিকেটিং। ঢাকা-সিলেট মহাসড়কের জুমায়ুন রশীদ চত্বর এলাকার চিত্র। ছবি- ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:২০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৪৪

ফিলিং স্টেশনে গ্যাসের লিমিট বাড়ানোসহ তিন দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। 

ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা । সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের কারণে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্যান্য বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে প্রাইভেট গাড়ি এবং হালকা যানবাহন চলাচল করছে।

সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময়ে শিক্ষার্থীরাও বিড়ম্বনার শিকার হন। সকাল সোয়া ৯টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পুলিশের ভ্যানগাড়িতে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায়।

প্রসঙ্গত,  দীর্ঘদিন ধরে সিলেটে প্রত্যেক মাসের ১৮ থেকে ২০ দিন পর থেকেই ফিলিং স্টেশনগুলোতে  গ্যাসের বরাদ্দ শেষ হয়ে যায়। ফলে অনেক সময় বন্ধ রাখা হয়  ফিলিং স্টেশন গুলো। যেসব ফিলিং স্টেশন খোলা থাকে সেগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। 

ফিলিং স্টেশনের মালিকরা বারবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি করে আসছে। এরপরেও বরাদ্দ বাড়ানো হয়নি বলে ধর্মঘটের  ডাক দেয় পরিবহন শ্রমিকরা। এ সময়ে গ্যাসের সংকট নিরসন ছাড়াও শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি করা হয়।

আরও পড়ুন

×