প্রাইভেটকারে লুকানো ছিল ৭২ কেজি গাঁজা

ছবি: সমকাল
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:০৭
নওগাঁর বদলগাছীতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চারমাথা থেকে তাকে আটক করা হয়।
এ সময় টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে চালক আলমগীর হোসেন পালিয়ে যায়।
বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এ তথ্য জানান।
মনির সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে মো. শেখ সাদিক বলেন, আটক মনির ও পলাতক আসামি আলমগীর (গাড়িচালক) চিহ্নিত মাদক কারবারি। মঙ্গলবার তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁয় আসছিল। তারা বদলগাছী উপজেলার চারমাথায় পৌঁছলে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটি। এ সময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।
- বিষয় :
- গাঁজা উদ্ধার