ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ছবি- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ০৯:৫৯

জয়পুরহাটের কালাইয়ে ফসলের ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের গোহাড়া মাঠে এক বীজতলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪৮), তিনি ওই উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে রনি বলেন, তার বাবা মাদক সেবন করতেন। তিনি গতকাল মঙ্গলবার সারাদিন বাড়িতেই ছিলেন। রাতে কখন যে তার বাবা বাহিরে গিয়েছে তা বাড়ির কেউ বলতে পারেনা। সকালে লোকজনের মুখে মরদেহ পাওয়ার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই ব্যক্তি তার বাবা। 

রনি আরও বলেন, তারা গরিব মানুষ। তাদের কোন শত্রু নেই। আব্দুর রহমানের মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×