ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নান্দাইলে স্বর্ণের নামে পিতলের বার বিক্রি, গ্রেপ্তার ১

নান্দাইলে স্বর্ণের নামে পিতলের বার বিক্রি, গ্রেপ্তার ১

ঘটনার সাথে জড়িত উজ্জ্বল মিয়াকে কানুরামপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১৮:৫৬

স্বর্ণের নামে পিতলের বার বিক্রির দায়ে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশ। এ সময়ে একটি বার এবং নগদ অর্থ জব্দ করে পুলিশ। 

গ্রেপ্তার প্রতারকের নাম উজ্জ্বল মিয়া, তিনি ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) নান্দাইল থানায় এক মামলা দায়ের করেন প্রতারণার শিকার নার্গিস সুলতানা। তিনি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ি থেকে নান্দাইল উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দিয়ে কানুরামপুর বাসস্ট্যান্ডে আসেন এবং একটি শেয়ারের সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় ইতিমধ্যেই একজন যাত্রী ছিলেন, এরপর মাজার বাসস্ট্যান্ড থেকে আরেকজন ওঠেন। 

এক পর্যায়ে প্রথম যাত্রী পকেট থেকে স্বর্ণ সদৃশ একটি বার বের করে নার্গিস সুলতানাকে তা কেনার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। নগদ টাকা নেই বলে নার্গিস ব্যাপারটি এড়িয়ে যেতে চান। এরপর দ্বিতীয় যাত্রীর পরামর্শে তিনি কানের দুল, নাক ফুল এবং নগদ ৩,০০০ টাকা দিয়ে বারটি কেনেন। নার্গিসকে ঝালুয়া বাজারে নামিয়ে সিএনজিটি চম্পট দেয়। 

প্রতারিত হয়েছেন বুঝতে পেতে নার্গিস সরাসরি নান্দাইল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার সাথে জড়িত উজ্জ্বল মিয়াকে কানুরামপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তার থেকে আরও একটি বার এবং নগদ ৩,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল মজিদ জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (গৌরীপুর) নির্দেশে একাধিক সোর্স নিযুক্ত করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অভিযোগ দায়েরের ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×