আদালতে জবানবন্দি দিলেন সেই তরুণী
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ২১:৫৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ করা তরুণী আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার রাতে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক রনক জাহান জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে ওই তরুণীকে তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয়। তবে জবানবন্দিতে ধর্ষণের বিষয়ে তিনি কী বলেছেন, তা জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা বলেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে তরুণী ও তাঁর মাকে বাড়ি থেকে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছিল। শুক্রবার আদালতে পাঠালে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় তিনি জবানবন্দি দেন। তবে বন্ধের দিন হওয়ায় আদালতের নির্দেশ পাইনি। তাই জবানবন্দিতে ওই তরুণী কী উল্লেখ করেছেন, আর সেই পরিপ্রেক্ষিতে আদালত কী আদেশ দিয়েছেন, সেসব ব্যাপারে কিছু বলতে পারব না। রোববার অর্ডারশিট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলার আবেদন করেন তরুণীর দূর সম্পর্কের খালাতো ভাই রসুল সরদার। আদালত ডুমুরিয়া থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।