ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আমার কর্মী-ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে: সাক্কু

আমার কর্মী-ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে: সাক্কু

হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেন মনিরুল হক সাক্কু। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি  

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১০:৫৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১১:০৪

কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, বাস প্রতীকের কর্মীরা আমার কর্মী ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। শনিবার সকালে নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটদান শেষে তিনি এ কথা বলেন। 

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বলেন, ছোটখাটো কিছু অভিযোগ আসছে। এ গুলো আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা দেখছেন। 

এর আগে সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এসময় বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব কম লক্ষ্য করা যায়। সকাল সাড়ে ৯টায় নগরীর প্রাণ কেন্দ্র ভিক্টোরীয়া কলিজেয়েট স্কুলে গিয়ে কোন ভোটার পাওয়া যায়নি। একই চিত্র ছিল হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের মহিলা কেন্দ্রে। 

এ বিষয়ে রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে এবং আরও বাড়বে।  

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন

×