ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন

২ ঘন্টায় ৩০৪ ভোট

২ ঘন্টায় ৩০৪ ভোট

ছবি- সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১২:০১ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১২:০৬

ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা হিসবে পরিচিত গাঙ্গিনাপাড় হকার্স মার্কেট সংলগ্ন প্রবাহ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ২,৬৫৫ জন ভোটার ভোট দেওয়ার কথা, কিন্তু সকাল ১০ পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৩০৪ জন ভোটার। 

ইভিএমে আঙুলের ছাপ নিতে বিলম্ব হওয়ায় সময় বেশি লাগছে ভোটে। বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি কয়েকজন এনমনটি জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম মানিক। তিনি বলেন বয়স্কদের ফিঙ্গার মিলছে না, এমন অল্প সমস্য।  আঙুলের ছাপ নিতে সমস্যা হওয়ায় ভোট কাস্টিং ধীর গতি হচ্ছে। 

সকাল পৌনে ১১ টার দিকে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি ছিল কম। ৮টি বুথে মধ্যে চারটিতে বুথে কোনো লাইন ছিল না। বাকি বুথে অল্প ভোটার ছিলো। 
কেন্দ্রে ভোটার কম থাকায় নিত্যা নন্দ সাহা খুব দ্রুতই ভোট দিযে ফিরে যান। তিনি বলেন, আঙুলের ছাপে অনেকের সমস্যা হলেও আমি নির্বিঘ্নে ভোট দিয়েছি।

আরও পড়ুন

×