কাউন্সিলররাই ভোটারদের বাড়ি থেকে কেন্দ্রে আনবে: মেয়র প্রার্থী টজু

মেয়র প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১২:০৮ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৭:১৬
ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র প্রার্থী (হাতি প্রতীক) ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল হক খান মিল্কী টজু বলেছেন, ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের পর কাউন্সিলরদের কারণেই ভোটার উপস্থিতি বাড়বে। কাউন্সিলররাই তাদের লোকদের বাড়ি থেকে ধরে নিয়ে ভোটকেন্দ্রে আসবে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর প্রবাহ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভোটের পরিবেশ শান্ত। কিন্তু কোথাও কোথাও বাইরে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সব ভাল।
ইভিএমের বিষয়ে তিনি বলেন, এ সমস্যাটি সার্বজনীন। ইভিএমএ যেখানেই ভোট হয়েছে সমস্যা সব জায়গায় হয়েছে। নারীদের আঙুলের ছাপ কয়েকবারেও মেলেনি। এটা মেনেই ভোট হচ্ছে।
সাদেকুল হক খান মিল্কী টজু বলেন, নির্বাচিত হতে পারলে জলাবদ্ধতা, হোল্ডিং ট্যাক্স, যানজট, দূষণমুক্ত পরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ করব। এছাড়া জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর এডওয়ার্ড ইনস্টিটিউশন বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাদেকুল।