পাবনার সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। ছবি- সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৪:৩৪ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৫:১৮
পাবনা -৪ (ঈশ্বরদী - আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্ষীয়ান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষ। তবে এ হামলায় কেউ আহত হয়নি।
শুক্রবার রাত নয়টার দিকে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের ঈশ্বরদী শহরের আকবরের মোড়স্থ বাড়িতে হামলার এই ঘটনা ঘটে।
হামলাকারীরা বাড়ির গেটে থাকা সাবেক এমপির পরিবারের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. হাসান বাসীর ও এমপি পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
খোঁজ নিয়ে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত দুই মাসে ঈশ্বরদী দলীয় নেতাকর্মীদের মধ্যে অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শহর ও উপজেলার ইউনিয়নগুলোতে চালু হয়েছে অন্তত তিন শত জুয়া ও মাদক স্পট। বেড়েছে সরকারী অফিসগুলোতে টেন্ডারবাজি। অন্যের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও জমি দখল প্রবণতা বেড়েছে। সরকারী, বেসরকারী অফিস, ইপিজেড ও চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সিএনজি, অটো রিকশা স্ট্যান্ডসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিও বেড়েছে।
সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস জানান, রাত পৌনে ৯ টার দিকে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল মুখ ঢেকে মোটরসাইকেল যোগে বাড়িতে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা বাড়ির ফটকে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলে ব্যাপক ভাঙচুর করে।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, আমরা মনে করি অপরাধীরা তার বাড়িতে হামলা চালিয়ে শুধু গাড়ি ভাঙচুর নয় বড় কোন ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল। হামলার ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস জানান, শহরের শান্ত পরিবেশকে নষ্ট করার লক্ষ্যে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে।
শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. হাসান বাসীর জানান, হামলাকারীদের চারজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
- বিষয় :
- হামলা
- ভাংচুর
- সাবেক সাংসদ
- পাবনা