ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৬ ঘণ্টায় ৪২ শতাংশ ভোট

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৬ ঘণ্টায় ৪২ শতাংশ ভোট

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৪:৫৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৮:৪৮

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি এ তথ্য জানান।  

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, ইভিএমে বিভিন্ন ভোট কেন্দ্রে সমস্যা হলেও গড়ে সব চালু রয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্র ঘুরেছি। নগরীর খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি নিজে গিয়ে দেখেছি ৮০ শতাংশ মানুষের আঙুলের ছাপ আছে। তবে ভোটারদেরকে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসার পরামর্শ দিয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং নয়জন তৃতীয় লিঙ্গের ভোটার।

এই সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও পড়ুন

×