ব্যালট পেপারে ভুল প্রতীক, নির্বাচন স্থগিত
চাঁদপুরে উপনির্বাচন

ফাইল ছবি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ২২:২৯
উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের প্রস্তুতি ছিল প্রশাসনের। ভোটারদের উৎসাহ ছিল কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কিন্তু সকাল বেলা জানতে পারেন নির্বাচন স্থগিত করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শনিবার সকালে ব্যালট পেপার হাতে আসার পরই দেখা দেয় বিপত্তি। কারণ ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে ছাপা হয়েছে কদমফুল। বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়।
ওই ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল প্রতীকের স্থলে কদমফুল ছাপা হওয়ায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
প্রিজাইডিং কর্মকর্তা শাহাদাত হোসাইন বলেন, নির্বাচন গ্রহণের জন্য সব প্রস্তুতি ছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
এই ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কাত্তিক (তালা) ও মীর হোসেন (আপেল)।
মীর হোসেন বলেন, ‘আমার মার্কা আপেল। এই প্রতীক না থাকার কারণে আমি নির্বাচন কমিশনকে জানালে তারা কথা বলে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।’
প্রার্থী শফিউল্যাহ বলেন, ‘আমরা অতি আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসি সকাল বেলায়। ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে প্রতীক নিয়ে বিতর্ক শুরু হলে নির্বাচন স্থগিত করে কমিশন। এতে আমার এলাকার ভোটাররা কষ্ট পেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক অর্থ খরচ করেছি।’
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের জন্য সব আয়োজন সম্পন্ন হয়। ভোট গ্রহণের শুরুতে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল কর্মকর্তাদের নজরে আসে।
- বিষয় :
- উপনির্বাচন
- ব্যালট পেপার