ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রথম পৌরমাতা পেল মুন্সীগঞ্জ 

প্রথম পৌরমাতা পেল মুন্সীগঞ্জ 

চৌধুরী ফাহরিয়া আফরিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ২২:৪১ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ২৩:০২

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে নারী প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিনের বিজয়ের মধ্য দিয়ে প্রথম পৌরমাতা পেলেন পৌরবাসী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে জগ প্রতীকের এ প্রার্থীকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২১ হাজার ৩৮৪ ভোট বেশি পেয়ে আফরিন নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯৯৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬১০ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আফরিন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মীনি ও আওয়ামী লীগ নেত্রী এবং কল্লোল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

৯টি ওয়ার্ড নিয়ে মুন্সিগঞ্জ পৌরসভা গঠিত। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৫৭ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও নারী ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। ২৫টি কেন্দ্রের প্রতিটিতে একজন এসআইসহ ছয়জন করে পুলিশ দায়িত্ব পালন করে। দুই কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে ১টি করে ভ্রাম্যমান দল ছাড়াও র্যা ব ও বিজিবি সদস্যরা টহলে ছিল।

গত বছর ২৮ নভেম্বর পৌর মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এরপর পদটি শূন্য হলে প্যানেল মেয়র মোহাম্মদ সোহেল রানা রানু ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×