ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার টনসিল অস্ত্রোপচারে প্রাণ গেল শিশুর

এবার টনসিল অস্ত্রোপচারে প্রাণ গেল শিশুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০০:১৬ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ০৭:১০

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামে একটি ক্লিনিকে গত শনিবার সন্ধ্যায় টনসিল অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় মো. মোস্তাকিমকে। সামান্য এই অস্ত্রোপচার নিয়ে তেমন কোনো চিন্তা ছিল না শিশুটির পরিবারের। চিকিৎসকরাও তাদের আশ্বাস দিয়েছিলেন। সেদিন রাতে আট বছর বয়সী মোস্তাকিমের অস্ত্রোপচার হয়। কিন্তু কে জানত, এর পর শিশুটির আর জ্ঞানই ফিরবে না! ঘটনার পরপরই ক্লিনিকটির চিকিৎসক, নার্সরা পালিয়ে গেছেন। 

মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। শিশুটি মধ্যনগর এলাকার একটি  মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।  

ভুল চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে বাবা রমজান আলী জানান, বাচ্চার টনসিলের অপারেশন করেছেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অস্ত্রোপচার হলেও সকালে আমরা এসে ওটিরুমে দেখি, মোস্তাকিমের তখনও জ্ঞান ফেরেনি। তবে সে কোনো সাড়াশব্দ করছিল না। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স কাউকে খুঁজে পাইনি। পরে আমরা জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানাই। ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে আল-হেরা ক্লিনিকের মালিকপক্ষের প্রতিনিধি কবির হোসেনের দাবি, অস্ত্রোপচারের পর তার বাবা শিশুটিকে জুস ও কেক খাওয়ান। এর পরই সমস্যা দেখা দেয়। চিকিৎসায় কোনো ভুল ছিল না। তবে জুস ও কেক খাওয়ার কথা অস্বীকার করেন রমজান আলী। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও মামলা হয়নি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমান বলেন, টনসিল অস্ত্রোপচারের সময় একটি শিশু মারা গেছে বলে জানতে পেরেছি। আব্দুল্লাহ আল মামুন নামে একজন সার্জন এ অস্ত্রোপচার করেছেন। ঘটনাটি খতিয়ে দেখতে সিভিল সার্জন অফিস থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে ভুল চিকিৎসার প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আল-হেরা নামে ওই ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ ছিল না বলেও স্বীকার করেন সিভিল সার্জন।

আরও পড়ুন

×