ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০৬:৪১

নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট-মন্ডলিয়া সড়কের জনতা বাজারসংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (১৩) ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মাটিবাহী একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরই ট্রাক্টরটি আটক করে এলাকাবাসী। তবে ট্রাক্টরের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহতের পরিবার এখনও মামলা দায়ের করেনি। এমনকি তারা লাশের ময়নাতদন্তও করতে চাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×