ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লোকালয়ে মেছো বাঘ, কুকুরের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণ রক্ষা

লোকালয়ে মেছো বাঘ, কুকুরের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণ রক্ষা

ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ২০:৪৩

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার লোকালয়ে একটি মেছো বাঘ দেখতে পাওয়া গেছে। সোমবার পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় জমির মোল্লার চাম্বল গাছে মেছো বাঘটি দেখতে পেয়ে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

এদিকে বিকেলে মেছোবাঘটিকে উদ্ধারে ভাঙ্গা উপজেলা বন কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দুপুরে কয়েকটি কুকুরের তাড়া খেয়ে মেছো বাঘটি একটি চাম্বল গাছে উঠে প্রাণ রক্ষা করে। সম্ভবত বাঘটি দীর্ঘক্ষণ দৌড়ানোর ফলে খুব হাপিয়ে ও ভয়ে আছে। সে গাছটি থেকে আর নামছে না। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা গাছটিকে ঘিরে দেখতে থাকে। কেউ কেউ ছবিও তোলেন, অনেকে ভিডিও করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ-খুদা বলেন, দুপুরে একটি মেছো বাঘকে পৌরসভার মহিলা রোড এলাকায় দেখা যায়। আমরা বিষয়টি বন বিভাগকে খবর দেই। দুপুরের পরে জেলা থেকে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটিকে ধরতে গেলে লাফ দিয়ে পালিয়ে যায়। বন বিভাগের অভিযান এখনও অব্যাহত আছে।

আরও পড়ুন

×