ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থ্যমন্ত্রী

অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি-সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ০০:৪২

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একটা অস্ত্রোপচার করতে যা যা দরকার, সেগুলো না থাকলে কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। অস্ত্রোপচারে কোনো দুর্ঘটনা ঘটলে দায়দায়িত্ব ওই হাসপাতাল ও চিকিৎসককেই নিতে হবে। 

সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে না পারলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীর চাপ কোনোদিন কমবে না বলেও মত দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, যা অত্যন্ত সুন্দর। কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। রোগীর চাপ কমানোর চেষ্টা হবে। জনবলের ঘাটতি সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, হাসপাতালে ‘অভিযান’ কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর বা জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল পূর্বশর্ত পূরণ করা ছাড়া কোনোভাবেই চালু থাকতে পারবে না। 

ডা. সামন্ত লাল বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রামেক হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজ তো শুধু চিকিৎসার জন্য নয়, এখানে শিক্ষা-গবেষণা সবই হয়ে থাকে।

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমন যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ, অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×