রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় ধসে পড়ল ছাদ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় বারান্দার ছাদ ধস পড়ে। ছবি: সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ১৯:১৭
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় ছাদের বারান্দার অংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীকে নিয়ে এ কমিটি করা হয়। শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরুর কথা রয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে চরাঞ্চলের দুই লাখ মানুষে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতাল নির্মাণ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। কাজ পায় প্রাইম কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ হাজার স্কয়ার ফুটের ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে শ্রমিকেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাই দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। তখন বারান্দার অংশের ছাদ ধসে নিচে পড়ে। বিকট শব্দে ছুটে আসে আশপাশের লোকজন এবং শুরু করে উদ্ধার কাজ।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বিভাগের কোনো প্রকৌশলীর তদারকি ছাড়াই ভবনের কাজ চলছে। তদারকির জন্য একজন প্রকৌশলী নিয়োগ করা থাকলেও বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন তিনি। ছাদ ধসের ঘটনার সময়ও উপস্থিত ছিলেন না স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা।
ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাহাত হোসেন বলেন, ঘটনার সময় তিনি ইফতারি করতে গিয়েছিলেন। শ্রমিকেরা দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁকে না বলেই বারান্দার অংশে ঢালাই দেওয়া শুরু করেন তারা। তাড়াহুড়োয় সেন্টারিং ভালোভাবে না হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ কাজের তদারকিতে স্বাস্থ্য বিভাগের একজন উপ-সহকারী প্রকৌশলী দায়িত্বে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আরও একদিন পর ঢালাই দেওয়ার কথা ছিল। তাড়াহুড়া করে ঢালাই দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে।
- বিষয় :
- পটুয়াখালী
- রাঙ্গাবালী
- স্বাস্থ্যসেবা